Thursday, June 24, 2010

ভিক্ষাকেন্দ্রিক সংস্কৃতি থেকে মুক্তি চাই - জামাল নজরুল ইসলাম



১৯৩৯ সালে বাবার কর্মস্থল ঝিনাইদহে প্রফেসর জামাল নজরুল ইসলামের জন্ম। তিনি পড়াশোনা করেন চট্টগ্রাম, কলকাতা, মারি (পাকিস্তান) ও ক্যামব্রিজে। তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডক্টর অব সায়েন্স। ক্যামব্রিজে অবস্থানকালীন বিজ্ঞানী স্টিফেন হকিং, অর্থনীতিবিদ অর্মত্য সেন, পদার্থবিজ্ঞানী আবদুস সালাম, জোসেফসন ফাইনম্যানসহ অনেকের ঘনিষ্ঠ সানি্নধ্যে এসেছিলেন, যাঁদের সম্পর্কে বলেছেন এই সাক্ষাৎকারে। ১৯৮৪ সালে ২২-২৩ বছরের বিদেশে বসবাসের মোহ ত্যাগ করে চট্টগ্রাম ফিরে আসেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন গাণিতিক পদার্থবিদ্যা গবেষণা কেন্দ্র। প্রফেসর জামালের গবেষণা গ্রন্থ 'The Ultimate Fate of the Universe' বিশ্বের বিজ্ঞানীদের মধ্যে সাড়া জাগায় এবং বিশ্বের বহু ভাষায় এ গ্রন্থ অনূদিত হয়। ট্রিয়েস্টের থার্ড ওয়ার্ল্ড ইনস্টিটিউটের মেডেলসহ পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক প্রচুর পুরস্কার। প্রফেসর ডক্টর ইসলাম Emeritus Professor, University of Chittagong-২০০৬ হয়েছেন। তাঁর চট্টগ্রামের বাসভবনে কালের কণ্ঠের পক্ষ থেকে নাতিদীর্ঘ এই সাক্ষাৎকারটি গ্রহণ করেন_ শামীম রেজা ও বিদ্যুৎ কুমার দাশ